ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

সিইএস প্রদর্শনীতে লুমিয়া৯০০

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪০ ঘণ্টা, জানুয়ারি ১৪, ২০১২
সিইএস প্রদর্শনীতে লুমিয়া৯০০

সিইএস ২০১২ প্রদর্শনীতে অবশেষে লুমিয়া সিরিজের লুমিয়া ৯০০ ফোন উপস্থাপন করেছে নকিয়া। তথ্য ফাঁসসহ অনেক গুজব রটেছে এ পণ্যকে নিয়ে।

বর্তমান তথ্য অনুযায়ী নতুন পণ্যটি লুমিয়া ৮০০ মডেলের অনুরুপ। যেটি স্বল্প সময়ে বাজারে অধিক পরিচিতি পেয়েছে । তবে প্রদর্শন পর্দা আগেরটির চেয়ে বড় অর্থাৎ ৪.৩ ইঞ্চির। এছাড়া ৮০০ মডেলের মতো ৯০০ মডেলের খাপে সিএনসি পদ্ধতি এবং  পলিকার্বোনেটের ব্যবহার হয়েছে।

তেমন ভিন্নতা ছাড়াই এর অভ্যন্তরীণ অংশে যুক্ত আছে ১.৪ গিগাহার্জ সিপিইউ এবং ৫১২ এমবি র্যালম। ক্যামেরাও প্রচলিত ৮ মেগাপিক্সেলের। তবে পার্থক্য কি-এটি অপেক্ষাকৃত বড় ৪.৩ ইঞ্চি ক্লিয়ারব্ল্যাক অ্যামোলেড স্কিন এবং ফ্রন্ট ফেসিং ক্যামেরায় অতিরিক্ত ১ এমপি যোগ করা হয়েছে। এর আয়তন লম্বায় ৫ ইঞ্চি, চওড়া ২.৭ ইঞ্চি ও বেধ ০.৪৫ ইঞ্চি।

উল্লেখ্য, লুমিয়া ৯০০ নকিয়ার প্রথম এলটিই (ফোরজি) ফোন। এটি উইন্ডোজ প্লাটফর্মে নিয়ন্ত্রিত। নকিয়া সুত্র মতে, উন্মুক্তকালে কেবল ‘এটি অ্যান্ড টি’ মাধ্যমে পণ্যটি পাওয়া যাবে। অবশ্য কবে নাগাদ উন্মুক্ত হবে এবং দাম নির্ধারণের বিষয়ে কিছু জানানো হয়নি ঘোষণার দিনে।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।