ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইন্টারনেটে শিশুর সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা 

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
ইন্টারনেটে শিশুর সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা 

করোনার এ সময়ে ইন্টারনেটে শিশুর সুরক্ষা বিষয়ে কর্মশালা করেছে চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার- ফোরসি। ঢাকার ইএমকে সেন্টারের সঙ্গে যৌথ আয়োজনের এ কর্মশালায় সহযোগী প্রতিষ্ঠান স্কাইরক্স বাংলাদেশ।

 

২৬ সেপ্টেম্বর রাত আটটায় জুম অনলাইনে অনুষ্ঠিত হয় কর্মশালাটি। কর্মশালায় অতিথি হিসেবে বক্তব্য দেন ডিনেটের প্রধান নির্বাহী কর্মকর্তা এবিএম সিরাজুল হোসাইন। প্রশিক্ষক হিসেবে ছিলেন সেভ দ্য চিলড্রেনের গ্লোবাল বেসিক এডুকেশন বিশেষজ্ঞ মোয়াজ্জেম হোসাইন। বাংলাদেশ শিশু  একাডেমির লাইব্রেরির প্রধান রেজিনা আখতার এবং লাইট অব হোপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ওয়ালীউল্লাহ ভুইয়া।  

কর্মশালাটি পরিচালনা করেন ফোরসি প্রেসিডেন্ট আশিক মুস্তাফা। পরিচালনায় সহযোগিতা করেন সংগঠনটির সেক্রটারি মাহফুজুর রহমান মানিক।  

অতিথি হিসেবে ইএমকে সেন্টারের প্রোগ্রাম কোঅর্ডিনেটর আকিব মো. শাতিল ও স্কাইরক্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ শাহনেওয়াজ উপস্থিত ছিলেন।  

অতিথিরা বলেন, করোনা দুর্যোগের মধ্যে প্রয়োজনের তাগিদেই শিশুর ইন্টারনেট ব্যবহার বাড়ছে। অনলাইনে ক্লাস করা ছাড়াও মা-বাবা কিংবা পরিবারের সদস্যদের স্মার্টফোনসহ অন্যান্য ডিভাইসের মাধ্যমে শিশু সহজে ইন্টারনেটে প্রবেশ করছে। তাছাড়া অনলাইনে শিশু শেখার বিষয়েরও অভাব নেই। শিশু যখন ইন্টারনেটে প্রবেশ করছে কিংবা সামাজিক যোগাযোগ ব্যবহার করছে, তখন অভিভাবকদের নিয়ন্ত্রণ সেখানে জরুরি। শিশুকে কীভাবে অনলাইনে নিরাপদ রাখতে পারেন, কীভাবে অনাকাঙ্খিত বিষয় এড়িয়ে শিক্ষনীয় বিষয়ে শিশুর ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করা যায়, সে চিন্তা করতে হবে। ইন্টারনেটে শিশু উপযোগী কন্টেন্ট অসংখ্য রয়েছে।  

অনলাইন কর্মশালায় রেজিস্ট্রেশনের মাধ্যমে অভিভাবক, শিক্ষক, শিশু তত্ত্বাবধায়করা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।