ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

এখনই ডটকমে মোবাইল পেমেন্ট

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২
এখনই ডটকমে মোবাইল পেমেন্ট

এ মুহূর্তে দেশের আলোচিত ই-কমার্স সাইট এখনই ডটকম মোবাইল পেমেন্ট চালু করেছে। এর ফলে গ্রামীণফোন এবং রবির মোবাইল ওয়ালেট দিয়ে এ সাইটে কেনাকাটা করতে পারবেন।

সূত্র এ তথ্য জানিয়েছে।

এ দেশে মোবাইল পেমেন্ট পদ্ধতি চালু করার প্রসঙ্গে এখনই ডটকমের প্রধান নির্বাহী শামীম আহসান বাংলানিউজকে বলেন, দেশে মোবাইল পেমেন্ট পদ্ধতিতে এখনই ডটকম এগিয়ে গেল।

ব্যতিক্রম সব বিকিকিনি সুবিধা বাড়াতে সাইটটিতে প্রতিদিনই মানোন্নয়নের কাজ চলছে। এটি একটি ধারাবাহিক প্রক্রিয়া। যার সবশেষ সংযোজন মোবাইল পেমেন্ট পদ্ধতি।

এরই মধ্যে ভিন্নধর্মী সব সুযোগ সুবিধা আর নতুন ধারার অনলাইন অফারের কারণে সাইটটি দেশি ই-কমার্স শিল্পকে আরও সমৃদ্ধ করছে বলে সংশ্লিষ্টরা জানান। ভবিষ্যতেও নিত্যনতুন এবং প্রযুক্তিনির্ভর বিকিকিনি পদ্ধতি চালু করতে এখনই ডটকম আরও সচেষ্ট হবে। এর মাধ্যমে এখনই ডটকম সম্ভারের পণ্যগুলো দেশজুড়ে ক্রেতার ঘরে পৌঁছে দেওয়া সম্ভব।

এখনই ডটকমের পণ্য বিভাগে আকর্ষণীয় মূল্যছাড়ে কমপিউটার এবং বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য স্থান পাচ্ছে। আগ্রহী অনলাইন ক্রেতারা খুব সহজেই পণ্যগুলোর অর্ডার দিতে পারবেন। এখন থেকে অনলাইনে ল্যাপটপ, ক্যামেরা এবং পেনড্রাইভ ছাড়াও বিভিন্ন ইলেকট্রনিক্স পণ্য কেনা সহজ হবে।

প্রতিটি নতুন পণ্যেয় মূল্যছাড় এবং ও সহজ প্রাপ্ততায় জীবন উপভোগ্য হয়ে ওঠে। এ মুহূর্তের অনলাইন গ্রাহকরা (www.akhoni.com) এ সাইটে অফার আর পণ্যমূল্যের তালিকা পাবেন।

বাংলাদেশ সময় ১৮৩০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।