ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

ইউটিউবে ‘শর্ট ফিল্ম’ প্রতিযোগিতা

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২
ইউটিউবে ‘শর্ট ফিল্ম’ প্রতিযোগিতা

ভক্তদের খুদে ভিডিওচিত্রের সহজবোধ্য প্রচারমাধ্যম হিসেবে ‘ইউটিউব’ এখন বিশ্বব্যাপী জনপ্রিয়তার তুঙ্গে। এ মাত্রাকে আরও খানিকটা বাড়িয়ে দিতে ইউটিউব ঘোষণা করল ‘ফিল্ম ফেস্টিভ্যাল’।

এটি সবার জন্যই উন্মুক্ত। সংবাদমাধ্যম সূত্র এ তথ্য জানিয়েছে।

গুগল ঘরানার ইউটিউব এ প্রতিযোগিতাকে ‘ইয়োর ফিল্ম ফেস্টিভ্যাল’ হিসেবে ঘোষণা দিয়েছেন। বিশ্বব্যাপী চলচ্চিত্র নির্মাণের এ প্রতিযোগিতায় আগ্রহীরা সর্বোচ্চ ১৫ মিনিটের একটি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র (শর্ট ফিল্ম) জমা দিতে পারবেন।

আর এ চলচ্চিত্র নির্মাণের সময়কাল ২ ফেব্রুয়ারি থেকে ৩১ মার্চের মধ্যে হতে হবে। সেমিফাইনালে নির্বাচিত ৫০টি চলচ্চিত্রের নির্মাতারা বিখ্যাত প্রযোজনা প্রতিষ্ঠান স্কট ফ্রি, রিডলি এবং টনি স্কটে কাজের সুযোগ দেওয়া হবে।

এ প্রতিযোগিতার শীর্ষ ১০ ছবির নির্মাতা ৬৯তম ‘ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে’ অংশগ্রহণ করার সুযোগ পাবে। এ উৎসব আগামী আগস্টে অনুষ্ঠিত হবে। এ প্রতিযোগিতার শীর্ষ বিচারকের দায়িত্ব পালন করবেন রিডলি স্কট।

এ প্রতিযোগিতার চূড়ান্ত বিজয়ী পুরস্কার হিসাবে পাবেন ৫ লাখ ডলার। এ ছাড়াও তাকে বিখ্যাত স্কট ফ্রি প্রযোজনা সংস্থার সহযোগিতায় চলচ্চিত্র নির্মাণের বিরল সুযোগ দেওয়া হবে।

ইউটিউবের আন্তর্জাতিক হেড অব কনটেন্ট রবার্ট কিনসেল জানান, এ উদ্যোগের মাধ্যমে ইউটিউব প্রতিভাবান চলচ্চিত্র নির্মাতাদের জন্য বড় ধরনের কর্মমঞ্চ তৈরি করে দিতে সহায়তা করবে।

আগ্রহীরা (www.YouTube.com/yourfilmfestival) এ সাইটে এ প্রতিযোগিতার শর্ত এবং বাছাইকৃত শীর্ষ ৫০টি স্বল্পদৈঘ্য চলচ্চিত্র উপভোগ করতে পারবেন। এ উদ্যোগ চলচ্চিত্র শিল্পে পেশাজীবী তৈরিতে উৎসার যোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

বাংলাদেশ সময় ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।