এ মুহূর্তে অনলাইন সংস্কৃতিতে গুগল অপ্রতিরোধ্য। এরই মধ্যে নতুন মাইলফলক ছুঁয়েছে গুগলের অঙ্গপ্রতিষ্ঠান ইউটিউব।
গত আট মাসে এ সাইটে ২৫ ভাগ দর্শনার্থী বেড়েছে। এখন পিসিতেও ইউটিউব দর্শনার্থীর সংখ্যা বেড়ে যাওয়ায় এত বিপুল পরিমাণ দর্শনার্থী এ সাইটে সচিত্র ভিডিও উপভোগ করছেন। এ ছাড়াও স্মার্টফোনে ইউটিউব দেখা যায় বলেও এত পরিমাণ দর্শনার্থী বেড়েছে।
অন্যদিকে ইউটিউবের ফলে অনেক শৌখিন ভিডিওচিত্র গ্রাহক তাদের ধারণকৃত ভিডিওগুলো সহজেই এবং দ্রুত আপলোড করার অবারিত সুযোগ পাচ্ছেন। গত মে মাসে প্রতি মিনিটে ৪৮ ঘণ্টার ভিডিওচিত্র আপলোড হতো। কিন্তু এ মুহূর্তে এ পরিমাণ বেড়ে ৬০ ঘণ্টায় পৌঁছে গেছে।
২০০৬ সালে ইউটিউব গুগলের জন্য ১৬৫ কোটি ডলারের রাজস্ব এনে দেয়। কিন্তু এ মুহূর্তে ইউটিউব বছরে ৫০০ কোটি ডলারের ব্যবসা করছে। নতুন নতুন কনটেন্ট আর সেবার মাধ্যমে গুগল তাদের আর্থিক খাতকে ক্রমেই সুদৃঢ় করে তুলেছে। এ খাতে গুগল পুর্নবিনিয়োগ করবে বলেও প্রাতিষ্ঠানিক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১২