এবার জনপ্রিয়তায় নতুন মাত্রা যোগ করছে ফেসবুক। আসছে ভালোবাসা দিবসেই এ মুহূর্তে বিশ্বের সর্বাধিক জনপ্রিয় গেম ‘অ্যাঙ্গরি বার্ডস’ যুক্ত হচ্ছে ফেসবুকে।
এখন সামাজিক গেম খেলতেই গেমপ্রেমীরা সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোদ করেন। এর মধ্যে ফেসবুকের সিটি ভিল, ফার্ম ভিল, গার্ডেন অব টাইমস এবং দ্য সিমস সোশ্যাল অন্যতম। এ খতিয়ানে আসছে ১৪ ফেব্রুয়ারি যুক্ত হচ্ছে ‘অ্যাঙ্গরি বার্ডস’।
এ মুহূর্তে গেমের বিশ্বে ‘অ্যাঙ্গরি বার্ডস’ আছে জনপ্রিয়তার শীর্ষে। এ গেমটি তৈরি করেছে রোভিও। আর সামাজিক যোগাযোগের শীর্ষে থাকা ফেসবুকেও যুক্ত হচ্ছে এ গেমটি। এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে ইন্দোনেশিয়ার রাজধানী জার্কাতা শহরে। এরই মধ্যে প্রস্তুতিও চূড়ান্ত করা হয়েছে।
রোভিও সূত্র জানিয়েছে, বিশ্ব ভালোবাসা দিবসে সবচেয়ে শক্তিশালী সামাজিক সাইটে বন্ধুত্বের উপহার হিসেবে ‘অ্যাঙ্গরি বার্ডস’ যুক্ত হচ্ছে ফেসবুকে। এ যৌথপ্রয়াসকে স্মরণীয় করে রাখতেই ১৪ ফেব্রুয়ারিকে নির্ধারণ করা হয়েছে।
আরও জনপ্রিয় হতেই ফেসবুক রোভিওর সঙ্গে এ চুক্তি সই করেছে। সুতরাং বিশ্বের কোটি কোটি ফেসবুক ভক্তের জন্য ভ্যালেনটাইন গিফট হচ্ছে ‘অ্যাঙ্গরি বার্ডস’।
রোভিও সিইও মিকায়েল হিড সংবাদমাধ্যমে জানান, যদিও ‘অ্যাঙ্গরি বার্ডস‘ গেমটি সবার খুব পরিচিত। কিন্তু ফেসবুকের জন্য এর সম্পূর্ণ একটি আলাদা সংস্করণ তৈরি করা হয়েছে। ভালোবাসা দিবসে ফেসবুক তার বিশ্বব্যাপী ভক্তদের জন্য এ উপহার নিয়ে আসছে।
২০০৯ সালে এ গেমটি প্রথম অবমুক্ত হয়। অ্যাপল, সিম্বিয়ান, উইন্ডোজ এবং অ্যানড্রইডভিত্তিক পণ্যগুলোতে ছাড়াও ব্ল্যাকবেরি প্লেবুকে এ গেমটি এখন উপভোগ করা যাচ্ছে। ২০১১ সালে সর্বোচ্চ ডাউনলোডকৃত আইফোন অ্যাপের শীর্ষে আছে অ্যাঙ্গরি বার্ডস এবং ফেসবুক।
বাংলাদেশ ১৭৫৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০১২