ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আসছে গ্যালাক্সি ‘এস৩’

সাব্বিন হাসান, আইসিটি এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০১২
আসছে গ্যালাক্সি ‘এস৩’

এবার স্যামাসং নিয়ে আসছে গ্যালাক্সি সিরিজের নতুন ‘এস৩’ স্মার্টফোন।

কোরিয়ার বিখ্যাত এ স্মার্টফোন নির্মাতা অনুষ্ঠিতব্য ‘মোবাইল ওয়ার্ল্ড’ সম্মেলনে এ পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করবে।

সূত্র এ তথ্য জানিয়েছে।

বিশ্বব্যাপী বহুল জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের ‘এস২’ জনপ্রিয়তার পাওয়ায় এ সংস্করণে বেশ কিছু আপডেট নিয়ে আসা হচ্ছে। এ ধারাবাহিকতায় আসছে ‘এস৩’ মডেল।

গ্যালাক্সি এস৩ মডেলের বৈশিষ্ট্যের মধ্যে ১২ মেগাপিক্সেল ক্যামেরা, ডুয়্যাল অথবা কোয়াডকোর প্রসেসর এবং ৪.৫ ইঞ্চি এইচডি টাচস্ক্রিন অন্যতম।

গুজব আছে, এ ফেব্রুয়ারিতে আসন্ন এবারের মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে (এমডব্লিউসি) শুধু স্মার্টফোন নয়, বড় আদলের গ্যালক্সি ট্যাবও বাজারে ছাড়বে স্যামসাং। ১১.৬ ইঞ্চি স্পর্শক পর্দার এ ট্যাবের নাম গ্যালাক্সি ‘নোট’। এতে থাকবে ২ গিগাহার্টজ শক্তির প্রসেসর। এ মুহূর্তে নকিয়া স্মার্টফোনে আবারও সরব হয়ে উঠতে চাইছে। সনিও আনছে নিত্যনতুন সম্ভার।

আগামী ২৭ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ পর্যন্ত অনুষ্ঠিতব্য জমকালো মোবাইল ওয়ার্ল্ড কনগ্রেসে (এমডব্লিউসি) আসরে স্যামসাং, নকিয়া আর হুয়াওয়ে এ তিন নির্মাতা মিলে ত্রিমুখী লড়াইয়ের এক জটিল আবহ তৈরি করতে যাচ্ছে বলে সংশ্লিষ্ট বাজার বিশেষজ্ঞেরা জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২০০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।