অ্যান্টিভাইরাস নিয়ে অবিরাম গবেষণা চলছেই। এ হিসাবে চলে চড়াই-উতরাই।
২০১১ সালে অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের সংখ্যার ওপর একটি চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করেছে গবেষণাপ্রতিষ্ঠান অপসওয়াট।
এ গবেষণায় অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের সংখ্যার দিক থেকে দ্বিতীয় অবস্থান অর্জন করেছে অ্যাভিরা।
বিশ্বের সর্বমোট অ্যান্টিভাইরাস ব্যবহারকারীদের মধ্যে (১২.১৩ ভাগ) অ্যাভিরা অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকে।
এ ছাড়াও বাংলাদেশের অ্যান্টিভাইরাসের মধ্যে ১০.১৪ পয়েন্টে ইসেট-চতুর্থ, ৯.৭১ পয়েন্টে সিম্যান্টেক-পঞ্চম, ৭.৮৫ পয়েন্টে ক্যাস্পারস্কি-সপ্তম, ৪.৬৪ পয়েন্টে ম্যাকাফি-অষ্টম এবং ৩.৯৫ পয়েন্টে পান্ডা নবম স্থান পেয়েছে।
অ্যান্টিভাইরাসের শীর্ষ ১০টি ব্র্যান্ডের সর্বমোট মার্কেট শেয়ার গত বছরের তুলনায় ০.৩৫ ভাগ বেড়েছে। ২০১০ সালে শীর্ষ ১০টি ব্রান্ডের মার্কেট শেয়ার ৮৬.৭৭ থেকে বেড়ে ৮৭.১২ ভাগে উঠে এসেছে। আগ্রহীরা (www.opswat.com/about/media/reports) এ সাইটে বিস্তারিত তথ্য পাবেন।
বাংলাদেশ সময় ২০১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১২