গত বছরের একেবারে শেষভাগে এসে স্মার্টফোনের তান্ডবে মোবাইল ফোনের পুরো সমীকরণেই এসেছে পরিবর্তন। এতে আলোচনার শীর্ষে থাকলেও তৃতীয় অবস্থান নিয়েছে অ্যাপল।
দক্ষিণ কোরিয়ার এলজি এবং চীনের জেডটিই এ দু মোবাইল ফোন নির্মাতার ওপরে তৃতীয় অবস্থানে এসেছে অ্যাপল। গত বছরের শেষ তিন মাসে সর্বমোট ৩ কোটি ৭৪ লাখ আইফোন বিক্রি করেছে অ্যাপল। বিশ্বের মোবাইল মার্কেট শেয়ারে এটি শতকরা ৮.৭ ভাগ।
ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) সূত্র মতে, দ্বিতীয় অবস্থানে আছে স্যামসাং। বছরে শেষ তিন মাসে ৯ কোটি ৭৬ লাখ বিক্রি করেছে স্যামসাং। পুরো বিশ্বের মোট মোবাইল মার্কেট শেয়ারে এটি শতকরা ২২.৮ ভাগ।
তবে নকিয়া গত বছরের শেষ তিন মাসে বেশ ভালোভাবেই উঠে এসেছে। তাই অবস্থানে শীর্ষেও আছে এ নির্মাতাপ্রতিষ্ঠানটি। হিসাবের শেষ তিন মাসে ১১ কোটি ৩৫ লাখ ইউনিট বিক্রি করেছে শীর্ষ এ প্রতিষ্ঠানটি।
আইডিসি মতে, ২০১১ সালের শেষ মাসে বিশ্বে মোট ৪২ কোটি ৭৪ লাখ মোবাইল সেট বিক্রি হয়। এটি গত বছরের একই সময়ের তুলনায় ৬.১ ভাগ বেশি।
এ বছরে নকিয়া, স্যামসাং এবং অ্যাপল এ তিন শীর্ষ প্রতিষ্ঠানই স্মার্টফোনের বিশ্ব লড়াইয়ে নিত্যনতুন সম্ভাবনা যুক্ত করবে। আর এতে শীর্ষ পণ্য বাছাইয়ে ভোক্তাদের দায়িত্বটাও বেড়ে যাবে বলে বিশ্লেষকেরা জানিয়েছেন।
বাংলাদেশ সময় ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২