বরিশাল ওপেন সোর্স নেটওয়ার্কের (বিওএসএন) উদ্যোগে দু দিনব্যাপী ‘ফ্রিল্যান্স আউটসোর্সিং’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজনে ছিল বিআইআইটি এবং রয়েল সেন্ট্রাল কলেজ।
এতে প্রশিক্ষক ছিলেন বেসিসের বেস্ট ফ্রিল্যান্সার অ্যাওয়ার্ড বিজয়ী মামুনুর রশিদ, ইলাক্স ওএসএন খুলনার সভাপতি নিয়ামুল হাসান এবং অনুবর্তন লিমিটেডের হেড অব আইটি আরিফুল ইসলাম।
এ কর্মশালায় বক্তব্য রাখেন বিআইআইটির অধ্যক্ষ ড. জেবুনানহার এবং বিওএসএনের আহ্বায়ক অধ্যক্ষ আরিফুর রহমান রনি। কর্মশালায় মূল পেশার সমান্তরালে ফ্রিল্যান্স আউটসোর্সিং, মার্কেটপ্লেস, ইন্টারনেটে কাজের বিভিন্ন ধরন, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং মুক্তদর্শন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
ভিন্ন ভিন্ন পেশার শতাধিক মানুষ এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। ভবিষ্যতে এ ধরনের কর্মশালার আয়োজন অব্যাহত রাখা হবে বলে আয়োজক সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২