একা আইফোনই অ্যাপলের ব্যবসা চাঙ্গা রেখেছে। এমনকি তিন মাসের শুধু একক আইফোনের আয় পুরো তিন মাসের মাইক্রোসফটের আয়কে ছাপিয়ে গেছে।
২০১১ সালের পুরোটা সময়জুড়েই স্মার্টফোন গড়েছে একের পর এক বিক্রির রেকর্ড। গত বছরের শেষ ত্রৈমাসিকে এককভাবে আইফোন ২ হাজার ৪০০ কোটি ৪০ লাখ ডলার আয় করেছে।
কিন্তু ওই একই সময়ে পুরো মাইক্রোসফটের সবগুলো পণ্য মিলে আয় করেছে ২ হাজার ৯০ লাখ ডলার। মাইক্রোসফটের এ পণ্য তালিকায় আছে এক্সবক্স, উইন্ডোজ, মাইক্রোসফট অফিস এবং উইন্ডোজ ফোন।
বিজনেস ইনসাইডার সূত্র জানিয়েছে, সর্বশেষ ত্রৈমাসিক হিসাবে অ্যাপল ৩ কোটি ৪০ লাখ আইফোন এবং ১ কোটি ৫৪ লাখ ৩০ হাজার আইপ্যাড ইউনিট বিক্রি করেছে। এ সংখ্যা গত বছরের তুলনায় দ্বিগুণ বলে ব্যবসা সূত্র জানিয়েছে।
বাংলাদেশ সময় ২১৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১২