ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
পরীক্ষামূলক সম্প্রচারে স্পাইস টিভি

ঢাকা: পরীক্ষামূলক সম্প্রচার শুরু করেছে স্পাইস টেলিভিশন। শুক্রবার (৩০ জুলাই) রাত ১টা ২০ মিনিটে দেশের ৩৭তম টেলিভিশন হিসেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে সম্প্রচারে আসে ‘স্পাইস’।

এর আগে বুধবার (২৮ জুলাই) বাংলাদেশ স্যটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসএল)-এর সঙ্গে টেলিভিশনটির বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় বিএসসিএলের পক্ষ থেকে চুক্তি সই করেন বিএসসিএলের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত দায়িত্ব), মো. শফিকুল ইসলাম ও স্পাইস টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসান।

স্পাইস টেলিভিশনের ডাউনলিংক প্যারামিটার-স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট (বিএস-১), ডাউনলিংক ফ্রিকোয়েন্সি-৪৬৮০ মেগাহার্জ, সিম্বল রেট-৩০০০০ কেএসপিএস, পোলারাইজেশন-হরাইজন্টাল, মড্যুলেশন-৮ পিএসকে, এফইসি-২/৩, কম্প্রেশন: এইচইভিসি (এইচডি)।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুলাই ৩০, ২০২১
এমএইচ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।