একদিকে আন্দোলন অন্যদিকে নির্দয়ভাবে দমন পীড়ন চালিয়ে বর্তমানে বিশ্ব আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। সামগ্রিক কর্মকান্ডে বিশ্বনেতাদের তোপেড় মুখে থাকা সিরীয় এই প্রেসিডেন্ট এবার অ্যানোনিমাস (নামহীন) নামক হ্যাকার গ্রুপের কবলে পড়লেন।
অবশ্য এই মেইলগুলোকে হ্যাক করতে গ্রুপটিকে খুব কষ্ট করতে হয়েছে তা কিন্তু নয়। কারণ প্রেসিডেন্ট আসাদের অফিস ইমেইলে যে পাসওয়ার্ড দেওয়া ছিল ২০১১ সালের সমীক্ষা অনুযায়ী সেটি পৃথিবীর দ্বিতীয়তম দুর্বল পাসওয়ার্ড। পাসওয়ার্ডটি হল ১২৩৪৫।
ইসরাইলি দৈনিক হারেত্জ সূত্রে জানা যায়, আ্যনোনিমাস হ্যাকার গ্রুপটি সিরীয় মিনিষ্ট্রি অব প্রেসিডেন্টসিয়াল আ্যফেয়ার্স এর মেইল সার্ভার হ্যাক করে প্রায় ৭৮ টি ইনবক্সে প্রবেশ করে। কিন্তু লক্ষ্যনীয় বিষয় হল এর মধ্যে নাকি আবার বেশ কিছু মেইলের পাসওয়ার্ড ছিল একই অর্থ্যাৎ ১২৩৪৫। একটি দেশের প্রেসিডেন্টসিয়াল আ্যফেয়ার্স এর মত গুরুত্বপূর্ন দপ্তরের মেইল সার্ভারের নিরাপত্তা যদি এতোটা ঠুনকো হয়, তাহলে পুরো দেশের নিরাপত্তা ব্যবস্থা যে কেমন তা বিশ্ববাসীর কাছে সিরিয়ার বর্তমান পরিস্থিতি থেকে সহজেই অনুমেয়।