গবেষণাধর্মী প্রতিষ্ঠানের বিশ্লেষণ তত্ত্বউপাত্তের ভিত্তিতে এক প্রদিবেদনে উঠে আসে বিশ্ববাজারে প্রযুক্তিপণ্যের সামগ্রিক অবস্থার কথা। প্রতিবেদনটিতে জানানো হয়, গত বছরের শেষ ৪ মাসের জরিপে গুগলের অ্যান্ড্রুয়েড অপারেটিং সিস্টেম চালিত ট্যাবলেট এবং অ্যাপল আইপ্যাডের মধ্যে কিঞ্চিত ব্যবধান থাকতে পারে।
নিল মউস্টন গবেষণা দলের কার্যনির্বাহী পরিচালক জানান, অনেক ব্র্যান্ড প্রচুর পরিমানে অ্যান্ড্রুয়েড মডেল বিভিন্ন দেশে সরবরাহ করেছে। ব্র্যান্ডগুলোর মধ্যে আছে অ্যামাজন, স্যামসাং আসুস এছাড়া অন্যরাও একচেটিয়া ব্যবহার অব্যাহত রেখেছে। এছাড়া তুলনা হিসাবে এখন পর্যন্ত অ্যান্ড্রুয়েড ট্যাবলেটের জনপ্রিয়তার কমতি নেই। প্রস্ততকারকদের অ্যান্ড্রুয়েডের কিছু বিষয়ে তীব্র উদ্বেগ থাকাতেও। এর ইউজার ইন্টারফেস এবং অ্যাপ স্টোর ইকোসিস্টেম।
উল্লেখ্য, ২০১১ সালে কেবল টেবলেট পণ্যের বিক্রি ৬৬.৯ মিলিয়ন। বিক্রিত পণ্যের প্রস্ততকারক সব প্রতিষ্ঠানই এই অপারেটিং সিস্টেম চালু রেখেছিল । যার প্রেক্ষিতে আইপ্যাডের বর্তমান সংখ্যা বিস্তৃতে প্রতিষ্ঠানটি আরো বেশী গুরুত্ব রাখবে জানিয়েছে সুত্র।