ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চট্টগ্রামে কম্পিউটার ভিলেজের প্রযুক্তি মেলা

চবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২

চট্টগ্রাম: মহান একুশ ও স্বাধীনতার চেতনায় ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার ভিলেজের আগ্রাবাদ শাখায় ‘ভিলেজে একুশ হতে স্বাধীনতা মেলা’ শীর্ষক প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

সংশ্লিষ্টরা জানায়, প্রযুক্তি পণ্যের চাহিদা পূরণে এ মেলা ২২ ফেব্রুয়ারি শুরু হয়ে আগামী ১০ মার্চ পর্যন্ত চলবে।

হ্রাসকৃত মূল্যে সর্বশেষ বাজারে আসা সব ধরনের প্রযুক্তি পণ্যের সমারোহে আয়োজিত মেলায় ডাবল গিফট অফার রয়েছে।

এছাড়া যেকোনো ব্র্যান্ডের ল্যাপটপ, ডেস্কটপ ও ব্র্যান্ড পিসি কিনলেই থাকছে আকর্ষণীয় উপহার ও কূপন। এই কূপনের র‌্যাফল ড্রয়ের মাধ্যমে ল্যাপটপ, এলসিডি মনিটর, প্রিন্টার স্পিকারসহ  আরও অনেক উপহার পাওয়া যাবে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে।

এ প্রসঙ্গে মেলার কো-অর্ডিনেটর কম্পিউটার ভিলেজ’র জেনারেল ম্যানেজার শামসুদ্দিন চৌধুরী সেলিম জানিয়েছেন, ‘অন্য যেকোনো সময়ের তুলনায় এবারের মেলায় দ্বিতীয় প্রজন্মের ল্যাপটপ, ডেস্কটপ ও ব্র্যান্ড পিসির সমারোহ বেশি থাকবে।

এছাড়া মেলার সবচেয়ে আকর্ষণীয় পণ্য হচ্ছে এইচপি ব্র্যান্ডের ডুয়াল কোর, কোর আইথ্রি ও কোর আইফাইভ মানের অল ইন ওয়ান পিসি।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘন্টা,ফেব্রুয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।