তরুণ প্রজন্ম থেকে শুরু করে আন্তর্জাতিক প্রযুক্তিবিদ, আগামী দিনের উদ্ভাবক, চাকরিপ্রার্থী, চাকরিদাতা কিংবা উচ্চপদস্থ কর্মকর্তা সবার জন্যই নতুন পসরা সেজেছে বেসিস সফটএক্সপো২০১২ আসরে।
ঢাকার সফটএক্সপোতে ২৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দ্বিতীয় দিনে তিনটি গুরুত্বপূর্ণ সেমিনার অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে ইন্টারন্যাশনাল বিজনেস ম্যাচ মেকিং প্রোগ্রাম। এ ছাড়া সকাল ১১টায় ‘ই-পেমেন্ট অ্যান্ড এম পেমেন্ট এস অল্টারনেটিভ ট্রান্সজ্যাকশন মেথড: অ্যাডপশন চ্যালেঞ্জেস’ এবং বিকেল ৫টায় বায়োইনফরমেটিস: হোয়াই সুড উই বি সিরিয়াস অ্যাবাউট দিস’ শীর্ষক রাউন্ড টেবিল ও টেকনোলজি সেশন অনুষ্ঠিত হবে। আরও থাকছে একাধিক সেমিনার ও গোলটেবিল বৈঠক।
আগ্রহীরা (www.softexpo.com.bd) এ সাইটে সরাসরি নিবন্ধন করতে পারবেন। আর সফটএক্সপো২০১২ পর্বের প্রয়োজনীয় সব বিস্তারিত তথ্যও পাওয়া যাবে এখানে।
বাংলাদেশ সময় ২২২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২