ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

চীনের গবেষণায় হুয়াওয়ে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৩, ২০১২

ঢাকা: বিশ্বের শীর্ষ আইসিটি অবকাঠামো সেবাদাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে টেকনোলজিস কোম্পানি লিমিটেড চীনের শিক্ষা ও গবেষণা নেটওয়ার্কের ‘প্রজেক্ট- ২১১’ এর ১০০- জি ডব্লিডিএম প্রযুক্তির নেটওয়ার্ক পরিচালনার কাজ পেয়েছে।
 
চীনজুড়ে বিস্তৃত ১০০-জি নেটওয়ার্কের এ ডাব্লিডিএম প্রযুক্তি হবে ভৌগোলিকভাবে বিশ্বের সবচেয়ে বড় নেটওয়ার্ক কভারেজ।


 
হুয়াওয়ের ডব্লিডিএম প্রযুক্তি ও ওটিএন উপকরণে পরিচালিত এ ১০০ জি নেটওয়ার্ক প্রাথমিকভাবে বেইজিং, সানজেন, সাংহাই ও চাংকিংয়ের মতো শহরে সরবরাহ করা হবে।
 
১১ হাজার ৪০০ কিলোমিটার দূরত্ব এবং ৯১৩ কিলোমিটার লম্বা ও একক লাইন ব্যবহারের ক্ষেত্রে এ ১০০ জি নেটওয়ার্ক প্রতি সেকেন্ডে ৮ টেরাবাইট ব্যান্ডউইথ সরবরাহ করার ক্ষমতা রাখে। এতে ১০০-জি নেটওয়ার্কের সঙ্গে প্রচলিত ১০-জি নেটওয়ার্কের সমন্বয়ের ব্যবস্থাও রাখা হয়েছে।

এছাড়া এটি সাধারণ নেটওয়ার্কের তুলনায় ১০ গুণ দ্রুতবেগে ডাটা ট্রান্সফার করতে পারবে।
 
চায়নিজ শিক্ষা ও গবেষণা নেটওয়ার্ক পুরো দেশে একাডেমিক ইন্টারনেট সরবরাহ করার ব্যাপারে দৃঢপ্রতিজ্ঞ। হুয়াওয়ের এ কার্যক্রম তাদের নেটওয়ার্ক অবকাঠামো তৈরির এ কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করবে।
 
আগামী প্রজন্মে  চীনের শিক্ষা নেটওয়ার্কিংয়ের ভিত্তি হিসেবে কাজ করবে এটি।  

বাংলাদেশ সময়: ১৮১৬, ফেব্রুয়ারি ২৩, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।