ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

অভিন্ন সোশ্যাল প্লাটফর্ম ‘এমএসএন ’

সিজারাজ জাহান মিমি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২
অভিন্ন সোশ্যাল প্লাটফর্ম ‘এমএসএন ’

বিশ্বজুড়ে এখন অনলাইন সামাজিক মাধ্যমগুলোর জয়জয়কার। তাই এ মাধ্যমে নিজ প্রতিষ্ঠানকে সম্পৃক্ত করার ইচ্ছা অনেক আগে থেকেই ছিল মাইক্রোসফটের ।

কিন্তু দুর্ভাগ্যবশত প্রতিদন্ধী প্রতিষ্ঠান গুগল তার আগেই সামাজিক মাধ্যমে নিজেদের অবস্থান জানান দেওয়ায় ভেস্তে যায় মাইক্রোসফটের পরিকল্পনা। তবে মাইক্রোসফটও যে পিছু হটবার নয় সেটাই বোঝা গেল তাদের সাম্প্রতিক ঘোষণায়।

বিশ্বের নামকরা প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠানগুলো যখন একে একে নতুন সামাজিক মাধ্যম খুলতে ব্যস্ত সেই মুহূতে সফটওয়্যার গুরুর ঘোষণা অন্যদের তুলনায় আলাদা।

কারণ সবগুলো সামাজিক মাধ্যম এক প্লাটফর্মে আসছে এর এমএসএন মাধ্যমটিতে। এমএসএননাউ নামে শুরু করা এই সেবার মাধ্যমে গ্রাহকরা বিং, ফেসবুক, টুইটার ও ব্রেকিংনিউজ ডটকমের আলোচিত বিষয়গুলো এক ওয়েব পোর্টালে দেখার সুযোগ পাবে।

শুধু তাই নয় মোবাইল ফোন আর ট্যাবলেট দিয়ে ক্লাউড আ্যপ্লিকেশন ব্যবহার করে ফেসবুক কিংবা টুইটারের মাধ্যমে এসব সেবা পাওয়া যাবে। এছাড়া বিভিন্ন তথ্য শেয়ার করা যাবে এই সেবার মাধ্যমে। প্রকৃতপক্ষে মাইক্রোসফটের চাওয়া নতুন এই সেবার মাধ্যমে সামাজিক মাধ্যমের গ্রাহকদের আকৃষ্ট করা। কারণ ইতিমধ্যে দেখা গেছে সামাজকি মাধ্যমের এ ধরনের সেবাগুলো বেশ জনপ্রিয়তা পেয়েছে। এদিকে কিছু দিন আগে টুইটার সংবাদ সংস্থা সামিফাইকে কিনে নেয়ার ঘোষণা দিয়েছে। এই ঘোষনার পর বিং ও মাইক্রোসফটের সামাজিক মাধ্যম কতটুকু সফল হবে তা শুধু সময়ই বলতে পারবে।

তবে এমএসএননাউ সেবাটি বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রবাসীরা উপভোগ করতে পারবে। আর এশিয়ার ব্যবহারকারীদের জন্য সেবাটি অচিরেই অবমুক্ত করারে আশাবাদ করছে মাইক্রোসফট কতৃপক্ষ।

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।