ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দারা অনলাইনে পাবেন উত্তরাধিকার সনদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪২ ঘণ্টা, আগস্ট ২, ২০২২
রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দারা অনলাইনে পাবেন উত্তরাধিকার সনদ

রাঙামাটি: এখন থেকে অনলাইনেই উত্তরাধিকার সনদ পাবেন রাঙামাটির দুর্গম এলাকার বাসিন্দারা।  অনলাইনে এ সনদ দেওয়া সংক্রান্ত কার্যক্রম উদ্বোধন উপলক্ষে মঙ্গলবার (০২ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের মিলনায়তনে এক সংবাদ সম্মেলন হয়।

এসময় বলা হয়, জমির মালিকানা পরিবর্তনসহ নানা কাজে জেলা প্রশাসনের দেওয়া উত্তরাধিকার সনদ প্রয়োজন হয়। এ সনদের জন্য দুর্গম এলাকা থেকে এসে আবেদন করতে হয়। এছাড়া সম্পূর্ণ কাজটি শেষ করতে আরও কয়েকবার জেলা ও উপজেলা সদরে আসতে হয়। জেলা প্রশাসন দুর্গম এলাকার দরিদ্র জনগোষ্ঠীর কথা ভেবে সেবাটি তাদের দোরগোড়ায় পৌঁছে দিতে অনলাইনেই উত্তরাধিকার সনদ দেওয়ার উদ্যোগ নিয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে এসময় অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, এসএম ফেরদৌস ইসলাম, গণমাধ্যমকর্মীসহ অনেকে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, আগস্ট ০২, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।