ঢাকার ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ওপেন সোর্স নেটওয়ার্ক।
বসুন্ধরায় অবস্থিত বিশ্ববিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়াকের্র (বিডিওএসএন) সার্বিক সহযোগিতায় ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমপিউটার সায়েন্স বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় মুক্ত সফটওয়্যার বিষয়ক সেমিনার।
এ সেমিনারে তথ্যপ্রযুক্তি বিকাশে সমস্যা ও সম্ভাবনা, উদ্যোক্তা এবং মুক্ত দর্শন বিষয়ে আলোচনা করেন বিডিওএসএনের সাধারণ সম্পাদক মুনির হাসান, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কমপিউটার সায়েন্স বিভাগের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আনোয়ার, অধ্যাপক এম আবদুস সোবহান এবং অধ্যাপক এ এম খোদাদাদ খান।
এ সেমিনারের শেষে ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি ওপেন সোর্স নেটওয়ার্কের (আইইউওএসএন) আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ সময় একটি আহবায়ক কমিটিও ঘোষণা করা হয়।
আইইউবির শিক্ষার্থী শায়লা ইসরাত এনিকে সভাপতি এবং ইসতিয়াক আহমেদকে সহসভাপতি করে পাঁচ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়।
বাংলাদেশ সময় ২২৩৯ ঘণ্টা, মার্চ ১৫, ২০১২