ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তথ্যপ্রযুক্তি

আইইউবিতে আসুস প্রদর্শনী

আইসিটি রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকার বসুন্ধরা অবস্থিত ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ‘ইন্ডিপেনডেন্স ডে সেলিব্রেশন’ উদ্যাপন করবে। ২৫ মার্চ থেকে আইইউবি ক্যাম্পাসে তিন দিনব্যাপ এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।



এ প্রদর্শনীতে বিখ্যাত ব্র্যান্ড আসুস তাদের ল্যাপটপ, ইপিসি, মাদারবোর্ড, গ্রাফিকস কার্ড, ইপ্যাড ট্রান্সফরমার ট্যাবলেট পিসি এবং পান্ডা অ্যান্টিভাইরাস ছাড়াও বর্ণিল পণ্যসম্ভার নিয়ে অংশগ্রহণ করছে।

এ প্রদর্শনীতে ১টি আসুস এবং ১টি পান্ডা অ্যান্টিভাইরাসের স্টল আছে। স্বাধীনতার প্রদর্শনীতে আসুস পণ্য ক্রয়ে ক্রেতারা স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেতে পারেন টিশার্ট, ল্যাপটপ ক্লিনিং কিট এবং রেইন কোর্ট।

এ ছাড়া পান্ডা ইন্টারনেট সিকিউরিটি-২০১২ অ্যান্টিভাইরাসের সঙ্গে ক্রেতারা পাচ্ছেন বিনামূল্যে সিনেপ্লেকসের দুটি প্রদর্শনী টিকেট। এ অফারে প্রদর্শনী চলবে ২৭ মার্চ পর্যন্ত।

বাংলাদেশ সময় ১৮২৯ ঘণ্টা, মার্চ ২৫, ২০১২

সম্পাদনা: সাব্বিন হাসান, আইসিটি এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।