ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাশিয়ার সৈন্যরা বাখমুত শহর ‘ধ্বংস’ করে দিয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
রাশিয়ার সৈন্যরা বাখমুত শহর ‘ধ্বংস’ করে দিয়েছে: জেলেনস্কি ইউক্রেনের বাখমুত শহর

রাশিয়ার সৈন্যরা ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর বাখমুত ‘ধ্বংস’ করে দিয়েছে। এমনটি বললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

শনিবার এক ভিডিও ভাষণে তিনি এই কথা বলেন।

একইদিন ইউক্রনের সৈন্যরা তাদের দেশের বেশ কয়েকটি অঞ্চলে রাশিয়ার ক্ষেপণাস্ত্র, রকেট ও বিমানহামলার কথা জানিয়েছে। মস্কো এসব অঞ্চলগুলো নিজেদের দখলে নিতে চাইছে।  

পরিস্থিতি তুলে ধরে জেলেনস্কি বলেন, বাখমুত, সোলেদার, ম্যারিইনকা, ক্রেমিননা- এমন কোনো স্থান নেই যা গোলার আঘাত ও আগুনে ধ্বংস হয়নি।
তিনি বলেন, দখলদাররা বাখমুত ধ্বংস করে দিয়েছে। দনবাস শহর রাশিয়ার সৈন্যরা পোড়া ধ্বংসাবশেষে পরিণত করেছে।  

জেলেনস্কি তার ভিডিওতে ধ্বংসের বিষয়টি পুরোপুরি স্পষ্ট করেননি।

ইউক্রেনের সামরিক বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছেন, শুক্র ও শনিবার এই দুই দিন দেশজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ২০টির মতো বিমান হামলা হয়েছে। ৬০টিরও বেশি রকেট হামলা হয়েছে।

ইউক্রেন সামরিক বাহিনীর মুখপাত্র ওলেকসান্দ্র  স্তুপুন বলেন, বাখমুত জেলায় সবচেয়ে কার্যকরী লড়াই চলেছে। শহরটির ২০টিরও বেশি জনবহুল এলাকা

হামলার শিকার হয়েছে।  
তিনি জানান, ইউক্রেনের সৈন্যরা দোনেৎস্ক ও লুহানস্কে রাশিয়ার আক্রমণ প্রতিহত করেছে।    

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০২২
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।