ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনে রুশ হামলা: দানিপ্রো শহরে মৃতের সংখ্যা বেড়ে ২০

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
ইউক্রেনে রুশ হামলা: দানিপ্রো শহরে মৃতের সংখ্যা বেড়ে ২০

রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের দানিপ্রো শহরে মৃতের সংখ্যা বেড়ে ২০ জনে দাঁড়িয়েছে।

ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ভ্যালেন্টিন রেজনিচেঙ্কো মেসেজিং অ্যাপ টেলিগ্রামে এ তথ্য জানিয়েছেন।

খবর আল জাজিরা।

তিনি বলেছেন, রাশিয়ার হামলা ‘২০ জন নির্দোষ মৃত্যুর শিকার’ হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও ৭৩ জন আহত হয়েছেন।

এখনও ৪০ জনের বেশি মানুষ নিখোঁজ রয়েছে জানিয়ে গভর্নর বলেন, ‘উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে’।

এর আগে ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর দানিপ্রোর একটি অ্যাপার্টমেন্ট ব্লকে এই হামলার ঘটনা ঘটে। একই সময় কিয়েভ, খারকিভ ও ওডেসা শহরেও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া।

এদিকে শহরগুলোর বিদ্যুৎ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হানায় ইউক্রেনের বেশিরভাগ এলাকা এখন জরুরি ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।

শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বলেছেন, পশ্চিমা দেশগুলো যদি প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র সরবরাহ করে, তাহলে বেসামরিক লক্ষ্যবস্তুতে রাশিয়ার হামলা ঠেকানো সম্ভব।

হামলার বিষয়ে শনিবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদামির জেলেনস্কি বলেছেন, ইউক্রেনের বাহিনী ২০ থেকে ৩০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করে দিয়েছে।

এই ক্ষেপণাস্ত্র হামলায় সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে দানিপ্রো শহরে। সেখানকার একটি নয় তলা ভবনের প্রবেশমুখে ক্ষেপণাস্ত্র আঘাত করলে বেশ কয়েকটি তলা ধূলিসাৎ হয়ে যায়।

বাংলাদেশ সময়: ১৫২৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।