ঢাকা, রবিবার, ২০ পৌষ ১৪৩১, ০৫ জানুয়ারি ২০২৫, ০৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

বাকিগুলোর মতো ব্রিটেনের ট্যাঙ্কও জ্বলবে: ক্রেমলিন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৪ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
বাকিগুলোর মতো ব্রিটেনের ট্যাঙ্কও জ্বলবে: ক্রেমলিন যুক্তরাজ্যের যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২

যুদ্ধের জন্য যুক্তরাজ্য যে ট্যাঙ্কগুলো ইউক্রেনে পাঠানোর পরিকল্পনা করছে সেগুলোও পুড়ে যাবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে রাশিয়া।

স্থানীয় সময় সোমবার (১৬ জানুয়ারি) ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ এ হুঁশিয়ারি দেন।

দিমিত্রি পেশকভ বলেছেন, তারা (পশ্চিমারা) ইউক্রেনকে তাদের রুশ-বিরোধী লক্ষ্য অর্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে।

তিনি বলেন, ‘বাকিগুলোর মতো এই ট্যাঙ্কগুলোও জ্বলবে। ’

পেশকভ জানান, ব্রিটেন ও পোল্যান্ডের মতো অন্যান্য দেশের পাঠানো নতুন সরবরাহ ইউক্রেন যুদ্ধের পরিস্থিতি পরিবর্তন করতে পারবে না।

এর আগে, শনিবার ইউক্রেনে ১৪টি যুদ্ধ ট্যাঙ্ক চ্যালেঞ্জার-২ পাঠানোর ঘোষণা দেয় যুক্তরাজ্য। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ট্যাঙ্কগুলোর পাশাপাশি অন্যান্য উন্নত অস্ত্র পাঠানো হবে বলে জানায় দেশটি।

এদিকে, পোলিশ প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি বলেছেন, রাশিয়ার হামলা থেকে আত্মরক্ষায় ট্যাঙ্কসহ প্রয়োজনীয় সব অস্ত্র ইউক্রেনে পাঠানো উচিত জার্মানির। পার্লামেন্টে সাবেক রক্ষণশীল অর্থমন্ত্রী উলফগ্যাং শোয়েবলের অর্ধশতক পূর্তি উপলক্ষে এক অনুষ্ঠানে মূল বক্তৃতা দেওয়ার সময় এই মন্তব্য করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।