ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বর্তমান বিশ্বে সবচেয়ে বয়স্ক কুকুর ‘স্পাইক’

আন্তর্জাতিকে ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
বর্তমান বিশ্বে সবচেয়ে বয়স্ক কুকুর ‘স্পাইক’ ছবি: সংগৃহীত

ওয়ার্ল্ড গিনেজ রেকর্ডস অনুযায়ী বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুর যুক্তরাষ্ট্রের ওহাওয়ের ২৩ বছর বয়সী ‘স্পাইক’।

তবে বিশ্বে সবচেয়ে বেশি সময় বাঁচার রেকর্ডটির মালিক হলো অস্ট্রেলিয়ার ব্লারি নামের একটি কুকুর।

যেটি ১৯৩৯ সালে ২৯ বছর বয়সে মারা যায়।

‘স্পাইক’ নামের কুকুরটির জন্ম ১৯৯৯ সালের নভেম্বরে। সে বিশ্বের সবচেয়ে বয়স্ক কুকুরের খেতাব পায় ২০২২ সালের ৭ ডিসেম্বর। তখন তার বয়স ছিল ২৩ বছর ৭ দিন।

‘স্পাইক’র মালিক রিতা কিম্বালের বরাত দিয়ে সংবাদ মাধ্যম সিএনএন জানায়, ২০০৯ সালে মুদি দোকানের পরিত্যক্ত পার্কিং লট থেকে খুঁজে পায় কুকুরটিকে। তখন তার গলায় রক্তের দাগ ছিল এবং অবস্থা খুব করুণ ছিল। এরপর থেকে ১৪ বছর ধরে তার মালিকের কাছেই আছে।

মুদি দোকানের কেরানি কুকুরটি তিন দিন ধরে পড়ে আছে বলার পর রিতা তাকে খামারে নিয়ে যায়। তখন কুকুরটির বয়স ছিল ১০ বছর।

সিএনএন আরও জানায়, কুকুরটির দুরন্তপনার কারণে আলোচিত কার্টুন ছবি ‘টম অ্যান্ড জেরির’ স্পাইকের নাম অনুসারে তার নাম রাখা হয়।

‘স্পাইক’ আগে বিশ্বের জীবিত সবচেয়ে বয়স্ক কুকুর ছিল লস অ্যাঞ্জেলসের জিনো ওলফ। ২০২২ সালের ১৫ নভেম্বর যখন জিনো ওলফকে বয়স্ক কুকুরের খেতাব দেওয়া হয় তখন সেটির বয়স ছিল ২২ বছর ৫২ দিন।

বয়সের কারণে ‘স্পাইক’র শরীরে এখন আর আগের মতো শক্তি নেই। বর্তমানে সে চোখে দেখে না, ঠিকমতো শুনতেও পায় না। পরিচিত মানুষ ও খামারের প্রাণীদের দেখে এখন সময় কাটে তার।

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।