ঢাকা, শুক্রবার, ১০ মাঘ ১৪৩১, ২৪ জানুয়ারি ২০২৫, ২৩ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

অপহরণের পর মিলল ক্যামেরুনের প্রখ্যাত সাংবাদিকের মরদেহ

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
অপহরণের পর মিলল ক্যামেরুনের প্রখ্যাত সাংবাদিকের মরদেহ

ক্যামেরুনের প্রখ্যাত এক সাংবাদিকের মরদেহ পাওয়া গেছে। দেশটির রাজধানী ইয়াউন্ডির কাছে মরদেহটি পাওয়া যায়।

পাঁচ দিন আগে তিনি অপহরণের শিকার হয়েছিলেন। খবর আল জাজিরা।  

মার্তিনেজ জোগো নামের ওই সাংবাদিক বেসরকারি একটি এফএম রেডিও স্টেশনে কাজ করতেন। ১৭ জানুয়ারি তিনি অপহরণের শিকার হন। মিডিয়া ওয়াচডগ রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এই তথ্য জানিয়েছে।  
 
জোগো ওই রেডিও স্টেশনের জনপ্রিয় অনুষ্ঠান এমবউটেইলেজের উপস্থাপক ছিলেন। সম্প্রতি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট একটি মিডিয়া আউটলেটের আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলা নিয়ে কথা বলেছিলেন।  

৫১ বছর বয়সী ওই সাংবাদিক তার অনুষ্ঠানে দুর্নীতি নিয়ে কথা বলতেন। নামকরা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের প্রশ্ন করতেও সংকোচ বোধ করতেন না তিনি।  

আরএসএফ বলছে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে ইয়াউন্ডি শহরতলীতে পুলিশ স্টেশনের বাইরে উচ্চস্বরে হট্টগোল শোনা যায়। তখন জোগোর ভেঙে যাওয়া গাড়িটি পাওয়া যায়।  

সংস্থাটি বলছে, পুলিশ একটি কালো গাড়ি দেখতে পায়... গাড়িটি বন্ধ ছিল। পরে পুলিশ বুঝতে পারে যে এটি অপহরহণ ছিল।  

জোগোর সহকর্মী ওই রেডিও স্টেশনের এডিটর-ইন-চিফ চার্লি আমি অপহরণ ও পরে হত্যার খবর নিশ্চিত করেন। ক্যামেরুনের পুলিশ ও সরকার এই বিষয়ে কোনো মন্তব্য করেনি।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০২৩
আরএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।