ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে একদিনে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
যুক্তরাষ্ট্রে একদিনে হাজারেরও বেশি ফ্লাইট বাতিল

তীব্র শীতকালীন ঝড়ের কারণে যুক্তরাষ্ট্রে এক দিনে এক হাজারেরও বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে।

ফ্লাইট-ট্র্যাকিং পরিষেবা ফ্লাইটঅ্যাওয়ারের মতে, স্থানীয় সময় সোমবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে মোট এক হাজার ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

মঙ্গলবারও একই পরিস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।

জানা গেছে, বাতিল হওয়া ফ্লাইটগুলোর অর্ধেকেরও বেশি সাউথওয়েস্ট এয়ারলাইনসের।

চলতি মাসের শুরুর দিকে ছুটির সময় সাউথওয়েস্ট এয়ারলাইনসটি ১৬ হাজার ৭০০টি ফ্লাইট বাতিল করে। এজন্য সংস্থাটি মার্কিন সরকারের সমালোচনার মুখোমুখি হয়েছিল।

সাউথওয়েস্ট এয়ারলাইনস সোমবার তাদের প্রায় ১২ শতাংশ ফ্লাইট বাতিল করেছে।

অন্যদিকে আমেরিকান এয়ারলাইনস ৬ শতাংশ বা ২০০টি ফ্লাইট বাতিল করেছে। এছাড়া মঙ্গলবারও (৩১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রে প্রায় ৭৯৭টি ফ্লাইট বাতিল হওয়ার কথা রয়েছে।

এদিকে সাউথওয়েস্ট এয়ারলাইনস ও অন্যান্য মার্কিন এয়ারলাইনস শীতকালীন আবহাওয়ায় গ্রাহকদের তাদের ভ্রমণপথ পরিবর্তন করার সুযোগ দেওয়ার ঘোষণা দিয়েছে। এতে যাত্রীরা বাড়তি খরচ না করেই ভ্রমণের পথ পরিবর্তন করতে পারবে।

বাংলাদেশ সময়: ১১১৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।