ঢাকা, মঙ্গলবার, ৯ পৌষ ১৪৩১, ২৪ ডিসেম্বর ২০২৪, ২১ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

বাখমুতে যতদিন আমরা পারি লড়াই করব: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
বাখমুতে যতদিন আমরা পারি লড়াই করব: জেলেনস্কি

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর বাখমুত রক্ষায় হাল না ছেড়ে যতদিন প্রয়োজন লড়াই করবেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। খবর আল জাজিরার।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কিয়েভে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানিয়েছেন জেলেনস্কি।

প্রেসিডেন্ট বলেছেন, কেউ বাখমুতে আত্মসমর্পণ করবে না। আমরা যতদিন পারি লড়াই করব।

নিজ দেশের সৈন্যরা জান-প্রাণ দিয়ে শহরটি রক্ষা করবে বলেও আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। তিনি আরও বলেন, যদি আমাদের আরও বেশি অস্ত্র দেওয়া হয় বিভিন্ন অঞ্চল রক্ষার পাশাপাশি দনবাস অঞ্চল থেকে শত্রুদের বিতাড়িত করা সম্ভব।

জেলেনস্কির এমন বক্তব্যের পর খুশির খবর পেতে যাচ্ছে ইউক্রেন। কারণ, পর্তুগাল সরকার বলেছে দেশটিকে তারা লেপার্ড-২ ট্যাংক দেবে।

পর্তুগিজ প্রধানমন্ত্রী আন্তোনিও কস্তা নিজেই এ ঘোষণা দিয়েছেন। কিন্তু মোট কতটি ট্যাংক তারা দেবেন, সেটি উল্লেখ করেননি।

কস্তা বলেছেন, আমরা আমাদের কিছু ট্যাংক বিতরণ করতে সক্ষম। আমি জানি কতটি পাঠানো হবে। এ ব্যাপারে উপযুক্ত সময়ে ঘোষণা দেওয়া হবে।

তিনি এও বলেছেন, তাদের অস্ত্রের তালিকায় থাকা বেশ কয়েকটি অকার্যকর লেপার্ড ট্যাংক মেরামতে প্রয়োজনীয় সরঞ্জাম পেতে জার্মানির সঙ্গে আলোচনা করছেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০২৩
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।