ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

‘প্রতি ১০ মিনিটে একটি করে মরদেহ বের করে আনা হচ্ছে’

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
‘প্রতি ১০ মিনিটে একটি করে মরদেহ বের করে আনা  হচ্ছে’

শক্তিশালী ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় কয়েক হাজার মানুষ হতাহত হয়েছেন। সোমবার ভোরের দিকে ভূমিকম্পটি আঘাত হানে।

রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৮।

সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় হারেম থেকে ভূমিকম্পের খবর জানাচ্ছেন আল জাজিরার সাংবাদিক সুহাইব আল-খালাফ। তিনি জানান, উদ্ধারকারীরা লোকজনকে ধ্বংসস্তূপ থেকে বের করে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।  

তিনি বলেন, প্রতি ১০ মিনিট অন্তর উদ্ধারকারীরা একটি করে মরদেহ বের করে আনছেন। অনেকে আটকা পড়েছেন।  

তিনি বলেন, আমরা শুনতে পাচ্ছি লোকজন ধ্বংসস্তূপের নিচ থেকে চিৎকার করছেন। উদ্ধারকারীরা একটি শিশুকে বের করে এনেছেন, তাকে জীবিত বলে মনে হচ্ছে। শিশুটিকে হাসপাতালে নেওয়া হয়েছে।  

আল-খালাফ জানান, এমনিতেই দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধের কারণে স্থানীয় মেডিকেল সেক্টর ইতোমধ্যে শেষ হয়ে গেছে।  

তিনি জানান, লোকজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এমনকি বারান্দায় অনেককে চিকিৎসা দেওয়া হচ্ছে। রক্ত পাওয়া যাচ্ছে না।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।