ঢাকা, বুধবার, ১০ পৌষ ১৪৩১, ২৫ ডিসেম্বর ২০২৪, ২২ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০২৩
সিরিয়ার ওপর থেকে পশ্চিমা নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান

ত্রাণ তৎপরতা সহজতর করতে সিরিয়ার ওপর থেকে পশ্চিমা দেশগুলোকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে রেড ক্রিসেন্ট।

সিরিয়ান রেড ক্রিসেন্টের প্রেসিডেন্ট খালেদ হাবুবাতি বলেছেন, সিরিয়া ও সিরিয়ার জনগণের ওপর আরোপিত অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করুন।

পশ্চিমা নেতাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমাদের জন্য পথ খুলে দিন। আমরা সহায়তা দিতে প্রস্তুত। আমরা ক্রসলাইনের মাধ্যমে সাহায্য প্রদান করতে ও ইদলিবে সাহায্য কনভয় পাঠাতে প্রস্তুত।

‘আমি জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএসএআইডি প্রোগ্রামের দেশগুলোর সমর্থন আহ্বান জানাচ্ছি’- তিনি যোগ করেছেন।

মানবাধিকার লঙ্ঘনের কারণে সিরিয়া সরকারের ওপর বিভিন্ন সময় বিভিন্ন নিষেধাজ্ঞা জারি করেছে পশ্চিমা দেশগুলো। দেশটিকে অর্থনৈতিকভাবে বিচ্ছিন্ন করতেই এই নিষেধাজ্ঞাগুলো দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।