ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ফ্রগমোর কটেজ ছাড়তে বলা হয়েছে হ্যারি-মেগানকে

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
ফ্রগমোর কটেজ ছাড়তে বলা হয়েছে হ্যারি-মেগানকে

ডিউক অব সাসেক্স ও ডাচেস অব সাসেক্স হিসেবে পরিচিত হ্যারি ও মেগানকে ফ্রগমোর কটেজ ছাড়তে বলা হয়েছে।  

সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, উইন্ডসর ক্যাসলের জমি ডিউক অব ইয়র্ককে দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

 
 
হ্যারি ও মেগান দম্পতির মুখপাত্র বিষয়টি নিশ্চিত করেছেন। তবে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। খবর বিবিসি।  

হ্যারি ও মেগান এখন দুই সন্তান আর্চি ও লিলিবেটকে নিয়ে ক্যালিফোর্নিয়ায় বাস করছেন।  

২০২০ সালে রাজপরিবারের জীবন ছাড়েন তারা। পরে তারা যুক্তরাজ্য ছাড়েন।  
 
ফ্রফমোর কটেজ হলো বার্কশায়ারে উইন্ডসর ক্যাসলের মধ্যে ১০ কক্ষ বিশিষ্ট গ্রেড-২ ধরনের সম্পত্তি। প্রয়াত রানি এই দম্পতিকে কটেজটি উপহার দিয়েছিলেন।  

প্রিন্স হ্যারি ও মেগান ২০১৮-১৯ সালে এই সম্পত্তির সংস্কার করেন। এতে তাদের খরচ হয় ২ দশমিক ৪ মিলিয়ন পাউন্ড।  

প্রিন্স হ্যারির আত্মজীবনী ‘স্পেয়ার’ প্রকাশিত হওয়ার পর জানুয়ারিতে বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে সম্পত্তিটি ছেড়ে দিতে বলা হয়।  

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, মার্চ ২, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।