ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দনবাসের সেনাদের জেলেনস্কির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০০ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
দনবাসের সেনাদের জেলেনস্কির শ্রদ্ধা ও কৃতজ্ঞতা

পূর্ব দনবাস অঞ্চলে রুশ সেনাদের বিরুদ্ধে ‘কষ্টকর ও কঠিন যুদ্ধ’ চালিয়ে যাচ্ছে ইউক্রেনের সৈন্যরা। এই সব সেনাদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

যুদ্ধ পরিস্থিতির প্রতিবেদন পাওয়ার পর ইউক্রেনের জেনারেল স্টাফদের সঙ্গে কথা বলেন জেলেনস্কি। তিনি বলেন, সেনারা আগের দিন কুপিয়ানস্ক, লাইমান, বাখমুত ও আভদিভকাসহ ‘১৩০টিরও বেশি শত্রু আক্রমণ’ মোকাবিলা করেছে।

ইউক্রেনীয় প্রেসিডেন্ট বলেন, ‘আমি দনবাসে যুদ্ধরত সৈন্যদের সাহসিকতা, শক্তি ও স্থিতিস্থাপকতার প্রতি বিশেষ শ্রদ্ধা জানাই। এটি সবচেয়ে কঠিন লড়াইগুলোর একটি। এটি বেদনাদায়ক ও কঠিন। ’

তিনি বলেন, ‘ইউক্রেনের সৈন্যরা শত্রুর আক্রমণ প্রতিহত করেছে। তারা দখলদারকে ধ্বংস করেছে। শত্রুর অবস্থান ও রসদ ক্ষুণ্ণ করছে এবং আমাদের সীমান্ত শহরগুলোকে রক্ষা করছে। ’

গত কয়েক মাস ধরে দখল করার চেষ্টা করছে মস্কো। রোববার জেলেনস্কি বলেন, ‘শত্রু বাখমুত শহর ঘেরাও করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ’

এদিকে ইউক্রেন ‘দুর্গ বাখমুত’ রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। অন্যদিকে রাশিয়ান সৈন্যরা এটি নিজেদের নিয়ন্ত্রণে নিতে বদ্ধপরিকর।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধে কার্যত ধ্বংস হওয়া শহরটির প্রকৃত কৌশলগত মূল্য খুব কম।

বাংলাদেশ সময়: ০৯৫৯ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।