ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নাইজেরিয়ায় বোমা হামলার নিন্দায় বান কি মুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
নাইজেরিয়ায় বোমা হামলার নিন্দায় বান কি মুন

জাতিসংঘ: নাইজেরিয়ার ৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন। শুক্রবারের ওই হামলায় ১৪ জন নিহত হন।



এক বিবৃতিতে মুনের মুখপাত্র জানান, মহাসচিব শুক্রবারের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। তিনি বলেছেন, ওই হামলার ঘটনা নাইজিরিয়ানদের ৫০তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানটি ম্লান করে দিয়েছে।

এদিকে নাইজেরিয়ার প্রধান জঙ্গি সংগঠন মেন্ড জোড়া গাড়িবোমা হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ঈগল স্কয়ারে স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান চলাকালে ওই দুটি গাড়ি বোমার বিস্ফোরন ঘটে।


বাংলাদেশ স্থানীয় সময়: ১২৪৩ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।