ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সম্পর্ক বজায় রাখতে জাপানকে চীনের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
সম্পর্ক বজায় রাখতে জাপানকে চীনের আহ্বান

বেইজিং: দুই দেশের মধ্যে পূর্ণ সম্পর্ক বজায় রাখতে জাপানকে আহ্বান জানিয়েছে চীন। সীমান্ত নিয়ে তিন সপ্তাহ ধরে চলমান বিরোধের কারণে সম্পর্কের অবনতি হওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার চীন এ আহ্বান জানায়।



পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের মুখপাত্র মা ঝাওজু বলেন, ‘জাপানের সঙ্গে সম্পর্ককে চীন প্রধান গুরুত্বপূর্ণ বিষয় বলে মনে করে। দ্বিপাক্ষিক এ সম্পর্ক বজায় রাখতে জাপান কাজ করে যাবে বলে আমরা আশা করছি। ’

জাপানের প্রধানমন্ত্রী নাওতো কান চীনকে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্বশীল সদস্যের মত আচরণের আহ্বান জানানোর একদিন পর চীনের পক্ষ থেকে এ বিবৃতি প্রকাশ করা হয়।  

বাংলাদেশ স্থানীয় সময়: ১২:৪৫ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।