ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

পাকিস্তানের জন্য আবারও ত্রাণ চাইলেন লাদেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০
পাকিস্তানের জন্য আবারও ত্রাণ চাইলেন লাদেন

দুবাই: পাকিস্তানের বন্যা দুর্গতদের জন্য আবারও ত্রাণ সাহায্যের আবেদন করছেন আল কায়দার শীর্ষ নেতা ওসাবা বিন লাদেন। অনলাইনে অডিও বার্তায় দ্বিতীয়বারের মত তিনি এ আহ্বান জানান।

মার্কিন পর্যবেক্ষণ দল শনিবার এ তথ্য জানায়।

‘আপনার পাকিস্তানী ভাইদের সাহায্য করুণ’ নামের এ বক্তব্যে তিনি সাহায্য দিতে আরবসহ মালেশিয়া ও তুরস্কের মত মুসলিম দেশগুলোর অনীহার কথা তুলে ধরেন।

অডিও বার্তায় বলা হয়, ‘দুর্যোগের তুলনায় ত্রান খুবই অপর্যাপ্ত। ’ তবে অডিও বার্তায় শোনানো কণ্ঠের যথার্থতা নিয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

জাতিসংঘ মহাসচিব বান কি-মুন ছাড়া আরব এবং মুসলিম বিশ্বের কোনো নেতা বন্যা কবলিত পাকিস্তান সফর উল্লেখ করেন লাদেন। তিনি আরও বলেন, আরব দ্বীপ রাষ্ট্রগুলোর তেল থেকে প্রাপ্ত সম্পদে মুসলমানের অধিকার আছে।

বৈশ্বিক জলবায়ু পরিবর্তন এবং পাকিস্তানের বন্যা নিয়ে একইধরনের অনলাইন অডিও বার্তা প্রকাশের ২৪ ঘণ্টা পর লাদেন আবারও ১৩ মিনিটের এ বার্তা প্রকাশ করেন।

শুক্রবার প্রকাশিত বার্তায় বলা হয়, ‘জলবায়ু পরিবর্তনের শিকার মানুষের সংখ্যা যুদ্ধের শিকার মানুষের সংখ্যার তুলনায় অনেক বেশি। ’

বিন লাদেনের অবস্থান সম্পর্কে বর্তমানে কারও কাছে সঠিক তথ্য নেই। তবে বর্তমানে তিনি আফগানিস্তান ও পাকিস্তানের মাঝামাঝি প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলে আছেন বলে আগস্টে আফগানিস্তানে মার্কিন কমান্ডার ডেভিড পেট্রাউস জানান।


বাংলদেশ স্থানীয় সময়: ১৬৩৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।