ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ফিজির সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০
ফিজির সাবেক প্রধানমন্ত্রী মহেন্দ্র চৌধুরী গ্রেপ্তার

সুভা: জরুরি অবস্থা ভঙ্গের অভিযোগে শুক্রবার ফিজির সাবেক প্রধানমন্ত্রী ও লেবার পার্টির নেতা মহেন্দ্র চৌধুরীকে গ্রেপ্তার করেছে দেশটির সামরিক সরকার।

ফিজির রেডিও’র সংবাদে জানানো হয়েছে, মহেন্দ্রসহ ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের সোমবার আদালতে হাজির করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ফিজির ভিলেজ ওয়েব সাইটে বলা হয়েছে , বেআইনী ভাবে জনসমাবেশ করার অভিযোগে মহেন্দ্রকে গ্রেপ্তার করা হয়েছে। সাইটে আরও বলা হয়, পুলিশ এখনো লেবার পার্টির নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ পত্র প্রকাশ করেনি।

২০০৬ সালে মহেন্দ্রর কাছ থেকে অসাংবিধানিকভাবে ক্ষমতা কেড়ে নেন ভোরেক বাইনইমারামা। ক্ষমতা গ্রহনের পর গত বছর এপ্রিল মাসে সংবিধানে জনসভা করা বাতিল স্থগিত করা হয়।

১৯৯৯ সালে প্রথম ভারতীয় হিসেবে মহেন্দ্র ফিজির প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

বাইনইমারামা সরকারে গণমাধ্যমের স্বাধীনতা এবং রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করেছে । মহেন্দ্রই ফিজির একমাত্র বিরোধী নেতা যিনি সরকারের বিরুদ্ধে কথা বলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।