ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কাশ্মীরে বিদ্রোহ দমনে কারফিউ জারি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১০

শ্রীনগর: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের উত্তরাঞ্চলের গুরুত্বপূর্ণ শহরগুলোতে বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রণ করতে এবং সংঘর্ষ এড়াতে রোববার  কারফিউ জারি করেছে কর্তৃপক্ষ।

পুলিশের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগর ও বারামুলা জেলায় কারফিউ জারি করা হয়েছে।

দুস্কৃতিকারীদের সহিংসতা রোধে এবং সামজ বিরোধী কার্যকলাপ ঠেকাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিচ্ছিন্নতাবাদী নেতা সায়েদ আলী গিলানি চার মাস ধরে কাশ্মীর মুক্তির আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন। রোববার তিনি সমর্থকদের উত্তর কাশ্মিরের বারামুলা অভিমুখে এগিয়ে যাওয়ার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য ১১ জুনের পর থেকে সহিংসতায় নিরাপত্তা বাহিনীর গুলিতে ১০৯ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৫৫০ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।