ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২৩
জাপোরিঝিয়া বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত

জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে একটি ইউক্রেনীয় ড্রোন বিধ্বস্ত হয়েছে।

বুধবার (৫ এপ্রিল) একজন রাশিয়ান কর্মকর্তাকে উদ্ধৃত করে বার্তা সংস্থা আরআইএ এ তথ্য জানিয়েছে।

রাশিয়ান সামরিক কর্মকর্তা জানান, দুই কেজির বেশি ওজনের ড্রোনটি প্ল্যান্টের কাছে বিধ্বস্ত হয়েছিল। এটি পোল্যান্ডের তৈরি ছিল।

তবে, কবে এবং কীভাবে এটি বিধ্বস্ত হয়েছে আরআইএ তা জানায়নি।

এক সপ্তাহ আগেই দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্র পরিদর্শন করেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রসি। রাশিয়ান বাহিনী দ্বারা নিয়ন্ত্রিত অবস্থাতেই তিনি কেন্দ্রটি পরিদর্শনে যান। ।

বারবার গোলাগুলির শিকার হয়েছে জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। এজন্য রাশিয়া ও ইউক্রেন একে অপরকে দোষারোপ করেছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, এপ্রিল ০৫, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।