ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

আন্তর্জাতিক

আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ‘দ্রুত’ জানাবেন বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
আগামী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ‘দ্রুত’ জানাবেন বাইডেন

ঢাকা: আসন্ন ২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে ‘দ্রুতই’ নিজের সিদ্ধান্ত জানাবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

শুক্রবার (১৪ এপ্রিল) উত্তর আয়ারল্যান্ড সফর শেষে বিমানে ওঠার আগ মুহুর্তে তিনি এ কথা বলেন।

বাইডেন এসময় সাংবাদিকদের বলেন, আমি ইতোমধ্যে সেই পরিকল্পনা তৈরি করে ফেলেছি। আমরা তুলনামূলকভাবে দ্রুতই বিষয়টি ঘোষণা করবো। কিন্তু এখানে এ সফরের ক্ষেত্রে কী করা যেতে পারে, সে ব্যাপারে আমার আশাবাদকে আরও শক্তিশালী করেছে।

উল্লেখ্য, ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এদিকে, রিপাবলিকান হেড অব স্টেট ডোনাল্ড ট্রাম্প ২০২২ সালের নভেম্বরে ঘোষণা করেন যে, তিনি দেশটির সর্বোচ্চ সরকারি দপ্তরের জন্য নির্বাচনী প্রতিযোগিতায় অংশ নেবেন। সূত্র- দ্য গার্ডিয়ান

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।