ঢাকা, বুধবার, ৫ অগ্রহায়ণ ১৪৩১, ২০ নভেম্বর ২০২৪, ১৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

ইরানে ধর্ম অবমাননার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মে ৮, ২০২৩
ইরানে ধর্ম অবমাননার দায়ে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর

ইরানে ধর্ম অবমাননার দায়ে দুই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার (৮ মে) রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে।

পবিত্র কোরআন শরীফ, ইসলাম ও নবীকে অবমাননা করার অপরাধে তাদের এ মৃত্যুদণ্ড দেওয়া হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- ইউসুফ মেহরদাদ ও সদরুল্লাহ ফাজেলি জারে।

ওই দুই ব্যক্তিকে ২০২০ সালের মে মাসে একটি টেলিগ্রাম চ্যানেল চালানোর সময় গ্রেপ্তার করা হয়। ওই চ্যানেলটি থেকে প্রতিনিয়ত ইসলাম ও পবিত্র ধর্মগ্রন্থ কোরআন শরীফের ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য অপপ্রচার চালানো হতো। দেশটির বিচার বিভাগ সংক্রান্ত মিজান নিউজ এ তথ্য জানিয়েছে।

২০২১ সালের এপ্রিল মাসে মধ্য আরাক প্রদেশের একটি আদালত ইসলাম ধর্মের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপরাধে ওই দুই ব্যক্তির বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দেন।

মিজান নিউজ জানায়, ওই দুই ব্যক্তি সাইবারস্পেসে তাদের কার্যকলাপের মাধ্যমে মুসলিম বিশ্ব ও ইরানের সাংস্কৃতিক ও ধর্মীয় মূল্যবোধের ওপর আক্রমণ করে আসছিল।

মেহরদাদকে তার নিজ শহর আরদাবিল থেকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি ভার্চুয়াল নেটওয়ার্কের প্রণেতা ও ব্যবস্থাপক ছিলেন। তার ওই নেটওয়ার্ক থেকে ইসলাম বিরোধী প্রচারণা চালানো হতো।

মিজান নিউজ আরও জানায়, তার কাজ ছিল বিভিন্ন নামে ১৫টি চ্যানেলের মাধ্যমে ইরানে নাস্তিকতাবাদ ও ইসলাম বিরোধী প্রচারণা চালানো। মেহরদাদের বিরুদ্ধে পবিত্র কোরআন শরীফ পুড়ানোর অভিযোগও রয়েছে। তদন্তকারীরা একটি ডকুমেন্টারি ফিল্মে তার প্রমাণ পেয়েছে।

ধর্ম অবমাননা ও ইসলামী ব্যক্তিত্বদের অপমান উভয় কাজই ইরানের আইনে মৃত্যুদণ্ড।

এ দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করার দুইদিন আগে বিচ্ছিন্নতাবাদী গ্রুপের প্রধান সুইডিশ-ইরানি এক দ্বৈত নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর হয়।

সূত্র: আনাদুলো এজেন্সি

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ৮, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।