ঢাকা, শনিবার, ১ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ নভেম্বর ২০২৪, ১৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

কে এই লিন্ডা ইয়াকারিনো?

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
কে এই লিন্ডা ইয়াকারিনো?

টুইটারের নতুন প্রধান নির্বাহী হয়েছেন লিন্ডা ইয়াকারিনো। এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগের সাবেক প্রধান লিন্ডা ইয়াকারিনো এখন থেকে এ সাইটটির ব্যবসায়িক কার্যক্রম তদারকিতে নেতৃত্ব দেবেন।

শনিবার (১৩ মে) বিবিসি দ্য ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে লিন্ডা ইয়াকারিনোর পরিচয় জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ফরচুন ৫০০ তালিকাভুক্ত প্রযুক্তি কোম্পানিগুলোর মধ্যে মাত্র ৯ শতাংশেরও কম পরিচালিত হচ্ছে নারী নেতৃত্বে। সে দৃষ্টিকোণ থেকে কয়েকটি শীর্ষ মার্কিন কর্পোরেশনে কাজ করার সঙ্গে সঙ্গে সাফল্যের সিঁড়ি বেয়ে উঠে যাওয়া ইয়াকারিনো এক বিরল দৃষ্টান্ত হয়ে উঠবেন।

পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির (পেন স্টেট) এই স্নাতক সর্বশেষ এনবিসি ইউনিভার্সে কাজের আগে ১৫ বছর ছিলেন আরেক মার্কিন মিডিয়া জায়ান্ট টার্নার এন্টারটেইনমেন্টে। সেখানে প্রায় দুই হাজার কর্মীর নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি এর স্ট্রিমিং পরিষেবা চালুর সঙ্গেও জড়িত ছিলেন।

পূর্ববর্তী পদগুলোর মধ্যে তার কাজের তালিকায় ছিল বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও সহযোগিতা বজায় রাখা, পণ্য প্রচারের সুযোগ খুঁজে বের করা এবং টেলিভিশন শোগুলোয় বিজ্ঞাপন দেওয়ার জন্য তাদের রাজি করানো।

বিজ্ঞাপন বিষয়ে গভীর জ্ঞান রয়েছে ইয়াকারিনোর। যা থেকে টুইটার লাভবান হবে বলে উল্লেখ করেছে বিবিসি।

প্রসঙ্গত, টুইটারের পুরো আয় আসে বিজ্ঞাপন থেকে। কিন্তু ইলন মাস্কের হাতে যাওয়ার পর থেকে সে আয়ে ধস নেমেছে বলে জানা গেছে।

টুইটারের নতুন সিইও হলেন লিন্ডা ইয়াকারিনো

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।