ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, মে ১৭, ২০২৩
ইউক্রেনকে এফ-১৬ দেওয়ার প্রতিশ্রুতি যুক্তরাজ্য ও নেদারল্যান্ডসের

ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। এজন্য দেশ দুটির প্রধানমন্ত্রী একটি ‘আন্তর্জাতিক জোট’ গঠনে সম্মত হয়েছে।

এক প্রতিবেদনে আল-জাজিরা এ তথ্য জানিয়েছে।

সংবাদমাধ্যমটি বলছে, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক ও নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুটে ইউক্রেনকে ফাইটার জেট সহায়তা করতে একটি ‘আন্তর্জাতিক জোট’ গড়ে তুলতে সম্মত হয়েছেন।

এক বিবৃতিতে সুনাকের মুখপাত্র বলেছেন, তারা ইউক্রেনকে যুদ্ধ বিমানের সক্ষমতা প্রদানের জন্য আন্তর্জাতিক জোট গঠনে কাজ করবেন। প্রশিক্ষণ থেকে শুরু করে এফ-১৬ বিমান কেনা পর্যন্ত সব কিছুতে সহায়তা করবে।

বিবৃতিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী (সুনাক) তার বিশ্বাস পুনর্ব্যক্ত করেছেন যে, ইউক্রেনের সঠিক স্থানে রয়েছে। ন্যাটো নেতারা ইউক্রেনকে দীর্ঘমেয়াদী নিরাপত্তা সহায়তা প্রদানের গুরুত্বের বিষয়ে একমত হয়েছেন।

ইউক্রেনের জেলেনস্কি দীর্ঘদিন ধরেই পশ্চিমা মিত্রদের কাছ থেকে গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম চেয়ে আসছিলেন। এর জবাবে ন্যাটোর অনেক দেশ তাদের সামরিক সরঞ্জাম দিয়ে সহায়তা করছে।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মে ১৭, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।