ঢাকা, বৃহস্পতিবার, ৮ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মক্কায় হোটেলে অগ্নিকাণ্ডে ৮ পাকিস্তানির প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, মে ২০, ২০২৩
মক্কায় হোটেলে অগ্নিকাণ্ডে ৮ পাকিস্তানির প্রাণহানি

সৌদি আরবের মক্কায় এক হোটেলে অগ্নিকাণ্ডে আট পাকিস্তানির প্রাণহানি ঘটেছে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর শনিবার এই খবর দিয়েছে।  

এক বিবৃতিতে পররাষ্ট্র দপ্তর বলেছে, মক্কায় একটি হোটেলে দুর্ভাগ্যজনকভাবে আগুন লাগার ঘটনা ঘটেছে। আমরা আট পাকিস্তানি নাগরিকের প্রাণহানি ঘটেছে। ছয়জন আহত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়, ভুক্তভোগী এবং তাদের পরিবারের সাহায্যে আমাদের জেদ্দা মিশন স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।

রেডিও পাকিস্তান বলছে, পাকিস্তানি হজযাত্রীদের মৃত্যু নিয়ে প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহানুভূতি জানিয়েছেন।

রেডিও পাকিস্তান বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ আহতদের সম্ভাব্য চিকিৎসা সহায়তা দিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছেন। একইসঙ্গে নিহতদের পরিবারকে সহায়তার নির্দেশ দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২০৫২ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।