ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা

শেষ হয়েছে জি-৭ সম্মেলন। জাপানের শহর হিরোশিমায় প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা আজ (২১ মে) এই সম্মেলনের সমাপ্ত ঘোষণা করেন।

সমাপনী বক্তব্যে ফুমিও কিশিদা পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে বিশ্বকে আহ্বান জানিয়েছেন।

পারমাণবিক বোমার আক্ষরিক গম্বুজের সামনে বক্তব্য দেওয়ার সময় কিশিদা বলেন, আজকের প্রজন্ম পারমাণবিক বোমা তৈরির বিরুদ্ধে কথা বলে চলেছে।

তিনি বলেন, আমরা সবাই হিরোশিমার নাগরিক। জি-৭ নেতারা এই জায়গায় এজন্য জড়ো হয়েছি। আমরা একসঙ্গে হিরোশিমার কণ্ঠস্বর এবং প্রার্থনা শুনছি।

তিনি আরও বলেন, পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি কখনই দেওয়া উচিত নয়। বল প্রয়োগ করে স্থিতাবস্থা পরিবর্তন করতে এটি ব্যবহার করাই বাদ দেওয়া উচিত।

ইউক্রেন নিয়ে আলোচনার মধ্য দিয়ে ফুমিও কিশিদা জি-৭ শীর্ষ সম্মেলন শেষ করেছেন। স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে জাপানের এই নেতার সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন বলে জানানো হয়েছে।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর থেকে এই অঞ্চলের অন্যান্য নেতাদের মধ্যে কিশিদা-ই সবচেয়ে শক্তিশালী অবস্থান নিয়েছে। তার সরকার শত শত রাশিয়ান সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এমনকি ইউক্রেনকে প্রায় ৭ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৭ ঘণ্টা, মে ২১, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আন্তর্জাতিক এর সর্বশেষ