ঢাকা, সোমবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ নভেম্বর ২০২৪, ১৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

নতুন অভিবাসন চুক্তি করল ভারত-অস্ট্রেলিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৭ ঘণ্টা, মে ২৪, ২০২৩
নতুন অভিবাসন চুক্তি করল ভারত-অস্ট্রেলিয়া

অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে একটি অভিবাসন চুক্তি করেছে ভারত ও অস্ট্রেলিয়া। নতুন এই চুক্তির লক্ষ্য দুই দেশের ‘ছাত্র, স্নাতক, একাডেমিক গবেষক এবং ব্যবসায়ীদের গতিশীলতাকে উন্নীত করা’।

বুধবার (২৪) সিডনিতে প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ শেষে এ তথ্য জানানো হয়।

সাক্ষাতে দুই নেতা এই অঞ্চলে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে আঞ্চলিক নিরাপত্তা নিয়েও আলোচনা করেছেন।

ভারত এবং অস্ট্রেলিয়া চার সদস্যের কোয়াড গ্রুপের সদস্য। এই গ্রুপে জাপান এবং মার্কিন যুক্তরাষ্ট্রও রয়েছে।

বর্তমানে অস্ট্রেলিয়ায় উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় নাগরিক বসবাস করছেন। আদমশুমারির তথ্য থেকে জানা গেছে, ২০১৬ সাল থেকে অস্ট্রেলিয়ায় আসা ১০ লাখেরও বেশি মানুষের মধ্যে প্রায় এক চতুর্থাংশই ছিলেন ভারতীয় নাগরিক।

এর আগে মঙ্গলবার ভারতের প্রধানমন্ত্রী বলেছিলেন, দুই দেশ খনি এবং খনিজ খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা করেছে। অস্ট্রেলিয়া-ভারত সবুজ হাইড্রোজেন টাস্কফোর্স প্রতিষ্ঠার বিষয়ে এগিয়ে গেছে।

ওইদিন অস্ট্রেলিয়ায় অবস্থানরত ভারতীয় প্রবাসীরা সিডনির একটি ইনডোর স্টেডিয়ামে এক সমাবেশের আয়োজন করে। সেখানে মোদি বক্তৃতা করছিলেন।

এসময় মোদি অস্ট্রেলিয়ার ভারতীয় প্রবাসীদের দুই দেশের মধ্যে ‘একটি জীবন্ত সেতু’ বলে অভিহিত করেন।

তিনি বলেন, পারস্পরিক বিশ্বাস ও সম্মানের ওপর ভিত্তি করেই ভারত ও অস্ট্রেলিয়ার সম্পর্ক গড়ে উঠেছে।

বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, ২৪ মে, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।