ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

মে মাসে কিয়েভে ১৫ রুশ ড্রোন হামলা

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, মে ২৯, ২০২৩
মে মাসে কিয়েভে ১৫ রুশ ড্রোন হামলা

ইউক্রেনে ফের রাতভর ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বেশিরভাগ বিমান হামলাই করা হয়েছে রাজধানী কিয়েভকে লক্ষ্য করে।

সোমবার (২৯ মে) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কিয়েভের কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের বাহিনী রাজধানীতে আকাশ থেকে করা ৪০টিরও বেশি হামলা প্রতিহত করেছে।

নতুন এই হামলায় কিয়েভে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে ভবনগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

লভিভ, ওডেসা, ভিন্ন্যাতস্যা ও খমেলনিতস্কি অঞ্চলেও বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

চলতি মাসে এটি রাশিয়ার ১৫তম বিমান হামলা। তবে রাতজুড়ে তীব্র হামলার মধ্যে এটি দ্বিতীয়।

খমেলনিতস্কির আঞ্চলিক কর্তৃপক্ষ জানিয়েছে, একটি সামরিক বিমানঘাঁটিতে হামলা চালানো হয়েছে। এতে পাঁচটি বিমান ও রানওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের রাষ্ট্রদূত আলেকজেন্ডার শেরবা বিবিসিকে বলেছেন, গত কয়েক দিন ধরে কিয়েভে বসবার করা বাসিন্দাদের জন্য খুব কঠিন হয়ে পড়ছে।

শনিবার রাতেও কিয়েভে ড্রোন হামলা হয়েছিল। ওই হামলায় কয়েকজন নিহত ও বেশ কয়েকজন আহত হন। তবে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, গতকালের হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।