ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

সৌদি যুবরাজের হাতে ভৃত্য খুন

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
সৌদি যুবরাজের হাতে ভৃত্য খুন

লন্ডন: লন্ডনের একটি হোটেলে সৌদি যুবরাজ তার ভৃত্যকে হত্যা করেছেন বলে ব্রিটেনের একটি আদালত মঙ্গলবার জানিয়েছেন।

খুনের শিকার ওই ভৃত্যের নাম বান্দার আব্দুলআজিজ (৩২)।

গত ১৫ ফেব্রুয়ারি লন্ডনের লেন্ডমার্ক হোটেলের একটি কক্ষে তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার শরীরে আঘাত এবং যৌন নির্যাতনের চিহ্ন রয়েছে বলে আদালত জানান।

আদালত জানান, যুবরাজ সৌদ আবদুলআজিজ বিন নাসের আল সৌদের বাবা সৌদি বাদশাহর ভাগনে। গত তিন বছর ধরে বান্দার যুবরাজের সফরসঙ্গী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।    

আইনজীবী জনাথান লেইড ল জানান, ভৃত্যের মাথায় এবং মুখে প্রচণ্ড আঘাতে চিহ্ন রয়েছে। তার বাম চোখ বন্ধ এবং ফোলা ছিল। তার ঠোট খোলা ছিল এবং দাঁত ভাঙ্গা ছিল।

লেইড ল আরও জানান, তার কানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে এবং মস্তিস্কে রক্তক্ষরণ হয়েছে। এছাড়া তার ঘারে, পিঠে এবং পেটে আঘাতের চিহ্ন রয়েছে।

লেইড ল জানান, ময়নাতদন্তে দেখা গেছে, মৃত্যুর আগে তার ওপর বর্বরোচিত নিপীড়ন চলেছে। তার ওপর এটাই প্রথম নির্যাতন ছিলো না। কারণ তার কানে পুরনো ক্ষত দেখা গেছে।

কোজ সার্কিট টিভি ক্যামেরায় হোটেলের লিফটে আবদুলআজিজকে নির্যাতন করতে দেখা গেছে।

সৌদ এর আগে বলেছিলেন তার সঙ্গী মৃত্যুর তিন সপ্তাহ আগে লন্ডনের রাস্তায় তার ওপর হামলা করেছিল।  

লেইড ল জানান, আদালত যুবরাজকে হত্যার দায়ে অভিযুক্ত করতে যাচ্ছে। তবে সৌদ হত্যার দায় অস্বীকার করেছেন। তিনি বলেছেন তার ভৃত্য তার বন্ধু সমতুল্য। তিনি বিষমকামী ছিলেন।

তবে লেড ল বলেন, তথ্য প্রমাণে দেখা গেছে তিনি সমকামী ছিলেন।

বাংলাদেশ স্থানীয় সময়: ১৩৪৫ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।