বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ভারসাম্য রক্ষায় উৎপাদন কমানোর সিদ্ধান্ত নিয়েছে উৎপাদনকারী দেশগুলোর জোট ওপেক প্লাস। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে যাচ্ছে সৌদি আরব।
ওপেক প্লাস বলেছে, ২০২৪ সালে জোটগতভাবে এই লক্ষ্য ১৪ লাখে পৌঁছাবে।
বিশ্বের অপরিশোধিত তেলের চাহিদার প্রায় ৪০ শতাংশ ওপেক জোটের অন্তর্ভুক্ত দেশগুলো পূরণ করে থাকে। দেশগুলো উৎপাদন কমিয়ে দিলে, বিশ্ববাজারে তেলের দামে এর বড় প্রভাব পড়বে।
সোমবার (৫ জুন) এশিয়ার বাজারে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি ৭৭ ডলারে নির্ধারিত হওয়ার আগেই ২.৪ শতাংশ বেড়ে গেছে।
রোববার (৪ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় ওপেক প্লাসের সদস্য দেশগুলোর মন্ত্রীদের দীর্ঘ সাত ঘণ্টার বৈঠক হয়। বৈঠক শেষে সৌদি আরব তেলের উৎপাদন কমানো সিদ্ধান্ত নেয়।
তবে সৌদি একাই নয়- জোটগতভাবে মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমানো হবে। সেখানে সৌদি আরব একা ১০ লাখ ব্যারেল উৎপাদন কমাবে। এবং ২০২৪ সালের শেষ নাগাদ সৌদিসহ বাকি সদস্যরা মিলে প্রতিদিন মোট ১৪ লাখ ব্যারেল উৎপাদন কমাবে।
সূত্র- বিবিসি
বাংলাদেশ সময়: ০৯১৮ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এমএইচএস