ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

আন্তর্জাতিক

দখলদাররা উদ্ধার কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে: জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জুন ৭, ২০২৩
দখলদাররা উদ্ধার কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যর্থ করে দিয়েছে: জেলেনস্কি

ইউক্রেনে ধ্বংস হওয়া নোভা কাখোভকা বাঁধের কাছে রাশিয়ার অধিকৃত অঞ্চল থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি জরুরিভাবে সেখানে মানবিক সহায়তা পৌঁছানোর আহ্বান জানান।

খবর আল জাজিরা।

টেলিগ্রামে জেলেনস্কি বলেন, সকালে একটি সরকারি সম্মেলন আহ্বানের মূল বিষয় ছিল কাখোভকা বাঁধ।

তিনি বলেন, দখলকারীদের কারণে বাম দিকের তীরে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রম সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। আমরা আন্তর্জাতিক সংস্থার কাছে সহায়তার আবেদন জানাই।

তিনি বলেন, জরুরি সাড়াদান দপ্তরের নবনিযুক্ত প্রধান ক্লিমেনকো প্রতিবেদন দিয়েছেন। তিনি সেখানে রয়েছেন।

জেলেনস্কি বলেন, আমাদের অগ্রাধিকার হলো লোকজনকে সরিয়ে নেওয়া। একইসঙ্গে আমরা পানীয় জলের ব্যবস্থা এবং জলাধারের ওপর নির্ভরশীল বসতিগুলোর জন্য দীর্ঘমেয়াদী সমাধানে গুরুত্ব দিচ্ছি।

তিনি বলেন, মন্ত্রী ক্লিমেনকো পরিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ করছেন।  

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, জুন ৭, ২০২৩ 

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।