ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

আন্তর্জাতিক

রাজনৈতিক পরিবর্তন যৌক্তিক হওয়া চাই: অমর্ত্য সেন

রক্তিম দাশ, কলকাতা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১০
রাজনৈতিক পরিবর্তন যৌক্তিক হওয়া চাই: অমর্ত্য সেন

কলকাতা: রাজনৈতিক পরিবর্তন হওয়া উচিৎ যুক্তির ভিত্তিতে। এ মন্তব্য করেছেন অর্থনীতিতে নোবেল জয়ী অমর্ত্য সেন।

  পশ্চিমবঙ্গ রাজ্যের সম্ভাব্য রাজনৈতিক পালাবদলের প্রতি ইঙ্গিত করে তিনি বুধবার এ মন্তব্য করেন।

উল্লেখ্য, বতর্মান বামপন্থী সিপিএম সরকারকে হটিয়ে আগামীতে তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আরোহনের সম্ভাবনা রয়েছে।

বুধবার কলকাতার সল্টলেকে প্রতীচী ট্রাস্ট ও ইউনিসেফ আয়োজিত শিক্ষকদের এক কর্মশালায় তিনি বলেন, ‘রাজনৈতিক পরিবর্তন সব সময় স্বাগত। তবে পরিবর্তন যৌক্তিক না এলে তা সমাজের পক্ষে সুখকর হয় না। বরং ইতিহাসে দেখা গেছে এই ধরনের পরিবর্তন সমাজের অগ্রগতিকে ব্যাহত করেছে। ’

রাজ্যের বুদ্ধিজীবী ও সুশীল সমাজের একটা অংশ এই পরিবর্তনের ব্যাপারে খোলাখুলি মন্তব্য করে এলেও অমর্ত্য সেন এতদিন কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেননি। এই প্রথম তিনি প্রকাশ্যে রাজনৈতিক পরিবর্তন সম্পর্কে তার অভিমত ব্যক্ত করলেন।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।